
অর্পণ ভট্টাচার্য, ৯৯ বাংলা নিউজ: দিদির সুরক্ষা কবচের অনুষ্ঠানে গিয়ে মেজাজ হারালেন তৃণমূল নেতা। এলাকার বেহাল রাস্তার কথা জানাতে আসা বিজেপির মণ্ডল সভাপতিকে চড় মারেন তৃণমূলের ওই নেতা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনার ইছাপুরের নীলগঞ্জ পঞ্চায়েতে ব্যাপক উত্তেজনা। যদিও বিজেপি মণ্ডল সভাপতির বিরুদ্ধে পরিকল্পনা মাফিক তৃণমূলের কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ এনেছে তৃণমূল। পালটা পদ্মশিবিরের অভিযোগ, তৃণমূল কর্মী তাঁকে চড় মেরেছেন। যদিও মন্ত্রী রথীন ঘোষের দাবি, যে চড় মেরেছে সে তৃণমূল কর্মী নয়। তবে বিজেপি নেতার কাছে ক্ষমা চেয়ে নেন মন্ত্রী রথীন ঘোষ। এই ঘটনার প্রতিবাদে প্রায় ঘণ্টাখানেক বারাসত-বারাকপুর রোড অবরোধ করে পদ্মশিবির।
শনিবার উত্তর ২৪ পরগনার ইছাপুরের নীলগঞ্জ পঞ্চায়েতের সাইবনা এলাকায় যান ‘দিদির দূত’রা। ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষও। নীলগঞ্জ খিলকাপুর বিজেপির মণ্ডল সভাপতি সাগর বিশ্বাস ওই এলাকায় যান। অভিযোগ, এলাকার মন্দির লাগোয়া এলাকার রাস্তার বেহাল দশা নিয়ে অভিযোগ জানাতে গেলে মন্ত্রীর সামনেই বচসা শুরু হয়। ওই সময়ে এক তৃণমূল কর্মী ওই বিজেপি নেতাকে চড় মারে বলেই দাবি পদ্মশিবিরের।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়রা হইচই শুরু করেন। মন্ত্রী রথীন ঘোষ আসরে নামেন। বিজেপি নেতার মুখ থেকে গোটা ঘটনা শোনেন। এরপর তাঁর হাত ধরে ক্ষমা চেয়ে নেন মন্ত্রী। যদিও পরে রথীনবাবু জানান, ওই যুবককে যে চড় মেরেছে সে তৃণমূল কর্মীই নয়। আক্রান্ত বিজেপি নেতা ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিকে ইচ্ছাকৃতভাবে বানচাল করার চেষ্টা করছিল বলেও অভিযোগ করেন মন্ত্রী।
এই ঘটনার প্রতিবাদে বিজেপি বারাসত সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি টিকলু শর্মার নেতৃত্বে বারাসত-বারাকপুর রোড অবরোধ শুরু হয়। প্রায় ঘণ্টাখানেক ধরে চলে অবরোধ। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে । পরিস্থিতি স্বাভাবিক হয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই ঘটনার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, তৃণমূল“অগণতান্ত্রিক একটি দল। এই রাজ্যে গণতন্ত্রের জায়গা নেই। তাই এই ধরনের ঘটনা ঘটতে পারে।