
সৈয়দ মফিজুল হোদা ,৯৯ বাংলা নিউজ, বাঁকুড়া : প্রকাশ্য সভা থেকে বেলাগাম মন্তব্য করলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা।মঙ্গলবার বিকালে বাঁকুড়ার সোনামুখী ব্লকের কোচডিহি এলাকায় প্রকাশ্য সভামঞ্চে ওই বিধায়কের নিদান, ” এখন দরজায় দরজায় দিদির দূতেরা আসছে । আপনারা ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকবেন”। বিজেপি বিধায়কের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে তৃণমূল।
এর আগেও প্রকাশ্য সভামঞ্চ থেকে বিভিন্ন সময় বেলাগাম মন্তব্য করে বিতর্কে জড়াতে দেখা গেছে ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখাকে। এবার সোনামুখী বিধানসভার কোচডিহি এলাকায় অঞ্চল সম্মেলনের মঞ্চ থেকে তৃনমূলের দিদির দূত কর্মসূচীকে বেলাগাম আক্রমণ করে দলীয় কর্মী ও সাধারণ মানুষকে ঝাঁটা হাতে দাঁড়িয়ে থাকার নিদান দিয়ে বিতর্ক তৈরী করলেন তিনি। বিধায়ক বক্তব্য রাখতে গিয়ে বলেন, এগারো বছর বরবাদ করে দেওয়ার পর এখন সবদিক থেকে বাঁচার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আবিস্কার করেছেন দরজায় মমতার দূত। আমরা বলছি দরজায় মমতার ভূত। এই ভূতরা কোনো না কোনো দুর্নীতিতে জড়িয়ে রয়েছেন। তাঁরা কোনো মা কে বলেছেন আই সিডি এসে চাকরী করে দেব, কোনো বেকার যুবককে বলেছে স্কুলে বা সিভিক কর্মীর চাকরী পাইয়ে দেব। এইভাবে প্রতিশ্রুতি দিয়ে কিছু না কিছু নিয়েছে। তাই এই ভূতরা গেলে আপনারা ঝাঁটা হাতে দাঁড়িয়ে থাকবেন। একই সাথে বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায় ও নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভিক্ষা ছড়িয়ে দিয়ে আমাদের পেটে বোমা মারছেন। মা ও ছেলে দুজনে মিলে রাজ্যকে জর্জরিত করে দিয়েছে। আমাদের প্রতিজ্ঞা নিতে হবে এই দুজনকে বাংলা ছাড়া করতে হবে। ওই দুজনের উদ্যেশ্য এই রাজ্যকে বাংলাদেশ বানানো। বিজেপি বিধায়কের এই বেনজির আক্রমণকে একহাত নিয়েছে তৃণমূলও। তৃনমূলের দাবী ভূতকে মানুষ ভয় পায়। দিদির দূতেরা যেভাবে মানুষের দরজায় দরজায় গিয়ে কাজ করছে তাতে বিজেপি নেতারা ভয় পেয়ে এমন সব কথা বলছে। যেভাবে গ্যাস ও পেট্রোপণ্যের দাম বেড়েছে তাতে মানুষ তৈরী আছে বিজেপি নেতাদের ঝাঁটা পেটা করার জন্য। তৃণমূল চাইলে অমর নাথ শাখাদের বাঁকুড়া ছাড়া করতে বেশি সময় লাগবে না। কিন্তু তৃণমূল শান্তি চায়। শান্ত বাংলাকে বিজেপি অশান্ত করার চেষ্টা করছে।