
কৌশিক বসু,দুর্গাপুর : বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারীর বিষ্ফোরক স্বীকারোক্তি ও পাল্টা তৃণমূলের ঝাঁঝাল আক্রমন , হঠাৎ করেই আপাত শান্ত শিল্পশহরে আলোড়ন তুলেছে। সোমবার এক দলীয় অনুষ্ঠানে এসে আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারী গত ৬ বছর আগে হয়ে যাওয়া দুর্গাপুর নগর নিগমের নির্বাচন বিতর্ক উসকে দেন। ২০১৭ সালে ওই নির্বাচনের পরে দামোদর দিয়ে বহু জল বয়ে গেলেও বিতর্ক এখনও থামেনি। আজও বিরোধীরা যেকোন মিটিং মিছিলে ওই নির্বাচন প্রসঙ্গ তুলে শাসক দলকে আক্রমন করতে পিছপা হয় না। একচেটিয়া ভোট লুট করেছিল তৃণমূল , এই অভিযোগে বারংবার সরব হয়েছে বিরোধীরা। তৎকালীন দাপুটে তৃণমূল নেতা জিতেন্দ্র তেওয়ারী এই নির্বাচনের দায়িত্বে ছিলেন , যিনি এখন বিজেপি শিবিরে। সেই জিতেন্দ্র তেওয়ারী সোমবার বলেন ,”২০১৭ সালে আমাকে বলা হয়েছিল সবাইকে জেতাতে হবে , তৃণমূল আমাকে দিয়ে অনেক পাপ করিয়েছে , আমি অনুতপ্ত,শহরের মানুষের কাছে আমি ক্ষমাপ্রার্থী”।
বর্তমান বিজেপি নেতার এই মন্তব্যের পর ঝড় বয়ে যায় শহরের রাজনীতিতে। এতদিন পর্যন্ত বিরোধীরা যে অভিযোগ করে এসেছিল , সেটাকেই কার্যত মান্যতা দিলেন তৎকালীন তৃণমূল ও বর্তমান বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারী। জিতেন্দ্র তেওয়ারীর এই মন্তব্যের পর পাল্টা আক্রমন শানালো তৃণমূল। তৃণমূল নেতা উত্তম মুখার্জী বলেন,”ওনার মস্তিষ্ক বিকৃত ঘটেছে , উনি তৃণমূলে সর্বোচ্চ ক্ষমতায় ছিলেন,এখন আর সেই ক্ষমতা ভোগ করতে পারছেন না বলে উল্টোপাল্টা বলছেন”।
২০২২ এ মেয়াদ শেষ হওয়ার পর বর্তমানে প্রশাসক মন্ডলীর দ্বারা চলছে দুর্গাপুর নগর নিগম। চলতি বছরেই নির্বাচন হওয়ার কথা। তবে তার আগেই মন্তব্য-পাল্টা মন্তব্যে রাজনৈতিক উত্তাপ ছড়াল শহরে। তবে এই বক্তব্য আদৌ ভোটার-মনকে প্রভাবিত করবে কি না , তার উত্তর সময় দেবে।