
সৈয়দ মফিজুল হোদা, ৯৯বাংলা নিউজ ডেস্ক: : জনসংযোগে বেরিয়ে টোটো চালকদের বিক্ষোভের মুখে পড়তে হলো বিজেপি বিধায়ককে।
সামনেই পঞ্চায়েত নির্বাচন আসছে তার আগে রাম বাম শ্যাম সকলেই সংগঠন মজবুত করতে ময়দানে নেমে পড়েছেন। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জনসংযোগে বেরিয়ে টোটো চালকদের বিক্ষোভের মুখে পড়লেন কোতুলপুর বিধানসভার বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার। কোতুলপুরের নেতাজি মোড় এলাকায় টোটো চালকদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। বিধায়ককে হাতের কাছে পেয়ে নিজেদের ক্ষোভ উগরে দিলেন তারা।
বিক্ষোভকারী টোটো চালকদের দাবি , এলাকার বিভিন্ন প্রান্তে রাস্তাঘাট বেহাল অবস্থা হয়ে পড়েছে। টোটো নিয়ে যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যায় পড়তে হচ্ছে কিন্তু বিধায়ককে দেখতে পাওয়া যায় না । সামনে পঞ্চায়েত নির্বাচন আসছে তাই এখন তাকে দেখতে পাওয়া যাচ্ছে। জনসংযোগে বেরিয়ে এভাবে বিক্ষোভের মুখে পড়তে হবে ভেবে উঠতে পারেননি বিজেপি বিধায়ক। স্বাভাবিকভাবেই চরম অসস্তিতে পড়তে হয়।
এই বিষয়ে টোটো চালকদেরই কাঠগোড়ায় তোলেন বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার । তিনি বলেন , উনি টোটো চালকের মত কথা বলছেন না উনি তৃণমূল মত কথা বলছে। এগার বছরে তৃণমূল কোন উন্নয়ন করেনি সেই দায় উপর চাপানোর চেষ্টা করছেন তিনি।
তবে কোতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ কুমার নন্দীগ্রামী বলেন , বিজেপি হচ্ছে পরিযায়ী পাখির মত ভোট এলে তাদের দেখতে পাওয়া যায় আর ভোট ফুরিয়ে গেলে আর দেখতে পাওয়া যায় না তাই সাধারণ মানুষ নিজেদের ক্ষোভ উপড়ে দিয়েছেন । তারা বুঝে গেছে বিজেপি ধান্দাবাজ।