৯৯ডিজিটাল ডেস্ক, আসানসোলঃ আবাসযোজনায় দুর্নীতি সহ একাধিক দাবীকে সামনে রেখে বিজেপির ঘেরাও অভিযান। বুধবার বারাবনি বিধানসভার সালানপুর মণ্ডল বিজেপির পক্ষ থেকে আবাস যোজনায় দুর্নীতি সহ মোট ১১দফা দাবি নিয়ে সালানপুর ব্লক আধিকারিকের দপ্তর ঘেরাও কিরে বিক্ষোভ দেখাতে থাকে। পাশাপশি স্মারকলিপি তুলে দেওয়া হয় ব্লক আধিকারিকের হাতে।
এদিন শতাধিক কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে রূপনারায়ানপুর বাউরি পাড়া থেকে পায়ে হেঁটে একটি পদযাত্রা ব্লক আধিকারিকের দপ্তরের সামনে এসে শেষ হয়। এরপরই মাটিতে বসে বিক্ষোভ দেখান বিজেপি নেতা সহ কর্মীরা। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর ১১দফার দাবি সম্মিলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় ব্লক আধিকারিক অদিতি বসুর হাতে।তিনি তাদের দাবি গুলি তদন্ত করে পদক্ষেপ নেবার আশ্বাসদেন।
এদিন বিক্ষোভ মিছিলে পা মেলান বিজেপি বিধায়িক অগ্নিমিত্রা পল ও বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই, বিজেপি জেলা নেতৃত্ব কৃষ্ণেন্দু মুখার্জী সহ ব্লক ও জেলার বিভিন্ন নেতৃত্বেরা।
এদিন অগ্নিমিত্রা পল জানান, ‘সারা রাজ্য জুড়ে তৃণমূলের সরকার লুঠ করে চলেছে। আবাস যোজনায় দুর্নীতি থেকে শুরু করে একশো দিনের কাজের বকেয়া টাকা কৃকষকেরা পাচ্ছেন না, সরকারি জমি দখল সহ সব ইস্যুতেই দুর্নীতি করছে রাজ্যের শাসকদল। মানুষ এইদুর্নীতির যোগ্য জবাব দেবে’।