
সৈয়দ মফিজুল হোদা, বাঁকুড়া : পকেটে আরও চাপ বাড়ছে মধ্যবিত্তের।দাম বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের। ফলে মূল্য বৃদ্ধি হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের।কিন্তু তারপরেও হুশ ফিরছে না কেন্দ্রীয় সরকারের। চরম সমস্যায় পড়তে হচ্ছে দেশের মধ্যবিত্ত ঘরে।তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বুধবার কোতুলপুর ব্লকের দেশরা কোয়ালপাড়া অঞ্চলের পানাহার গ্রামে তৃণমূল কংগ্রেসের একটি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো।সেখানেই এই প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বক্তৃতা দিলেন বিষ্ণুপুর সংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের আইএনটিটিইউসি এর সভাপতি ‘সোমনাথ মুখার্জি’ ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ‘সঙ্গীতা মালিক’।
এই কর্মী সম্মেলনে সোমনাথ মুখার্জী বলেন , কেন্দ্রীয় সরকার সিবিআইকে দিয়ে বারবার তৃণমূল সরকারকে হেনস্তা করার চেষ্টা করছে কিন্তু তারপরেও তারা ব্যর্থ হচ্ছে। অন্যদিকে সঙ্গীতা মালিক বলেন , দিনের পর দিন রান্নার গ্যাস পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি ঘটছে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষদের কিন্তু তারপরেও নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে কেন্দ্রীয় সরকার। অন্যদিকে তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কাজ করছে রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল সর্বত্রই উন্নয়ন করে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।