
বীরভূম : নাগাল্যান্ড থেকে দুর্গাপুর পাচারের সময় বীরভূমের সাঁইথিয়া থেকে উদ্ধার ৬১৫ কেজি গাঁজা। গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে গাঁজা পাচারের সময় চারজনকে গ্রেফতার করল বীরভূম পুলিশের বিশেষ টিম। উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য প্রায় ৮০ লক্ষ টাকা ।
ফের দারুন সাফল্য বীরভূম জেলা পুলিশের। কোথাও বাইক চুরি , কোথাও আগেয়াস্ত্রর ব্যবসা আবার কোথাও কয়লা পাচার রুখতে তৎপর বীরভূম জেলা পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে সাঁইথিয়ার চারতলা মোড় থেকে ৬১৫ কেজি গাঁজা উদ্ধার করল বীরভূম জেলা পুলিশ। বেশ কয়েকদিন ধরেই পুলিশ নজর রাখছিল এই গাঁজা পাচার চক্রের উপর । গতকাল বীরভূম জেলা পুলিশের কাছে খবর আসে, একটি ট্রাকে করে গাঁজা পাচার হচ্ছে। তারপরই গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ৬১৫ কেজি গাঁজা উদ্ধার করে সাঁইথিয়া থানার পুলিশ । এই সমস্ত গাঁজা ২০ টি ব্যাগে সিল করা ছিল, যার আনুমানিক মূল্য ৮০ লক্ষ টাকা । গ্রেফতার করা হয় গাঁজা পাচারের সঙ্গে যুক্ত চারজন ব্যক্তিকে । গ্রেফতার হওয়া ব্যাক্তিদের মধ্যে দুজন পঞ্জাবের , একজন অসমের এবং একজন বীরভূমের বাসিন্দা । ধৃতরা হলেন চাঁদান দ্বীপ সিং , গুরবিন্দ সিং , আশিকুল ইসলাম ও শেখ তামিজউদ্দিন । জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানান , ” প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গোটা জেলা জুড়ে চলছে নাকা চেকিং । আমাদের কাছে আগে থেকেই খবর ছিল এই গাঁজা পাচারের।তাদের উপর আগে থেকেই নজর রাখছিল জেলা পুলিশের টিম ।”
গোপন সূত্রে খবর পেয়ে সাঁইথিয়া থানার পুলিশ আটক করে গাঁজা ভর্তি টাটা আল্ট্রা গাড়ি, গাড়ি সংখ্যা PB11/CS3502 । গাড়ির গোপন জায়গায় রাখা ছিল গাঁজাগুলি, তার উপরে ঢাকা দেওয়া ছিল কার্টুন দিয়ে। ইতিমধ্যেই বীরভূমের সাঁইথিয়া থানার পুলিশ এই ঘটনায় মামলা শুরু করেছে , যার কেস নম্বর – Sainthia PS Case No-20/23 dated-26.01.23 ,U/S-20(b)(1)(C)/25 /29 NDPSAct 1985 .