
৯৯ ডিজিটাল ডেস্ক : নিখোঁজের পোস্টার সাটিয়েছিল বিরোধীরা, এমনই অভিযোগ তুলে গোটা ঘটনায় পুলিশি হস্তক্ষেপের দাবি জানিয়ে কুলটি থানায় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলো।
আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা ‘নিখোঁজ’, কুলটি এলাকায় এরকমই পোস্টার পড়েছিল। আসানসোলের সাংসদ বিহারীবাবুর ছট পুজোতেও কেন দেখা নেই ? এমন প্রশ্নও তোলা হয়েছিল সেই পোস্টারে। পোস্টার গুলি সব হিন্দিতে লেখা। কুলটির বিভিন্ন জায়গায়, বিশেষ করে ছট ঘাট এলাকাতে এই ধরনের পোস্টারের দেখা মেলে। এরপর রাজনৈতিক মহলে বিতর্ক সৃষ্টি হয়। সেই ইস্যুতেই, বিরোধীদের বিরুদ্ধে সরব তৃণমূল ছাত্র পরিষদ। পুলিশি হস্তক্ষেপের দাবি জানিয়ে কুলটি থানায় এদিন অভিযোগ দায়ের করা হয়।

এদিন কুলটি ব্লকের তরফে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক রাহুল ঘোষাল জানান, – “ধর্ম যার যার, উৎসব সবার। এই নীতি আদর্শ নিয়ে আসানসোল লোকসভার লোকপ্রিয় সাংসদ শত্রুঘ্ন সিনহা যেভাবে প্রত্যেকটি উৎসবে আসানসোলে উপস্থিত ছিলেন, তাতে মানুষ তাঁর কাছে আপ্লুত। তৃণমূল ছাত্র পরিষদ অন্যায়ের সঙ্গে আপোষ করে না।”

উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের কো অডিনেটর অভিনব মুখার্জি, কুলটি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিমান দত্ত, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক রাহুল ঘোষাল সহ ছাত্র এবং যুব নেতৃত্ব।