
৯৯ বাংলা,জয়রামবাটীঃ সকাল থেকেই ঘন কুয়াশার ঘনঘটা। জেলার রাস্তা গুলো কুয়াশাছন্ন। এরই মাঝখানে ঘটে গেলো বড় বিপত্তি। বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ট্রাকের, গুরুতর ভাবে আহত হয়েছে কমপক্ষে পনেরো জন যাত্রী। ঘটনাস্থল বাঁকুড়া জেলার কোতুলপুর থানার জয়রামবাটি হলদি মোড়ে। উদ্ধার কাজে নেমেছে স্থানীয়রা ।
স্থানীয় সূত্রে খবর, একটি যাত্রী বোঝায় বাস আরামবাগ থেকে কোতুলপুর অপরদিকে একটি ট্রাকটি জয়রামবাটি থেকে আরামবাগের দিকে যাচ্ছিলো। ঘন কুয়াশায় চারিদিক আছন্ন থাকায় বাঁধে বিপত্তি। রাস্তা দেখতে না পেয়ে মুখোমুখি ধাক্কা হয় ট্রাক এবং বাসের। এই ভয়াবহ দুর্ঘটনায় যখম হয়েছে কমপক্ষে ৫০ জন যাত্রী। ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী।এলাকাবাসীরা রীতি মতন পুলিশকে দেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্থানীয় বাসিন্দারা আহত দের উদ্ধার করে এবং তাদের কামারপুকুর গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক তাদের অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। শীতের সকালে ভয়াবহ এই দুর্ঘটনার সাক্ষী থাকলো গোটা জেলা। থমথমে এলাকা।