৯৯ডিজিটাল ডেস্ক, ব্যুরোঃ কেন্দ্রীয় আবাস যোজনায় বাড়ী তৈরীর টাকা যোগ্য গ্রাহকরা না পেয়ে তা বিলিয়ে দেওয়া হচ্ছে অযোগ্যদের হাতে। রাজ্যজুড়ে এই অভিযোগে রাজ্যসরকারের বিরুদ্ধে সরব বিরোধীরা। অভিযোগ উঠেছে ঐ টাকা পৌঁছে যাচ্ছে, শাসকদলের ঘনিষ্ঠদের হাতে। ইতিমধ্যেই এই ইস্যুতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। আর এই আবাস যোজনার তর্কের মধ্যেই বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার।
মঙ্গলবার, বাঁকুড়ার সিমলাপাল ব্লকে কৃষ্ণপুর গ্রামে স্থানীয়দের নিয়ে একটি সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার। আর সেই সভা থেকে প্রকাশ্যে গ্রামবাসীদের উদ্দেশ্যে তার নিদান, ‘‘মিথ্যা কথা বলার একমাত্র শাস্তি উত্তম মধ্যম। ওরা এলে, মিথ্যা কথা বললেই রাম ধোলাই দিয়ে গ্রাম থেকে বিদায় করুন।’’
পাশাপাশি আবাস দুর্নীতি প্রসঙ্গ টেনে তিনি এদিন সিবিআই তদন্তেরও দাবী জানান। কেন্দ্রীর প্রতিমন্ত্রীর এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে তৃণমূল, রিতিমত সুভাষ সরকারের এই বক্তব্যকে ঘীরে রাজনৈতিক তরজা সপ্তমে।