৯৯ডিজিটাল ডেস্ক, দুর্গাপুরঃ নেই রাস্তা, নেই সরকারী সুবিধে। মিলছে না কোন আশ্বাস, বাধ্য হয়েই তাই পঞ্চায়েত সদস্যের বাড়ী ঘিরে বিক্ষোভ ও পথ অবরোধ। জেমুয়া পঞ্চায়েতের অধীন কালীগঞ্জ টেটিখোলা এলাকায় দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা। বিভিন্নবার জানিয়েও মেলেনি কোন সুরাহা। বাধ্য হয়েই মঙ্গলবার পথ অবরোধের সিদ্ধান্ত নেন স্থানীয়রা।
এলাকার বাসীন্দাদের অভিযোগ, সিপিএম করার ফলেই এলাকার একটি রাস্তা আজও কাঁচা। বছরের পর বছর আবেদন জানিয়েও সমস্যার সমাধান হয়নি। শুধুমাত্র বিরোধী দল করাতেই কি তাদের প্রতি এমন বঞ্চনা? এমনই অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা।
এলাকার পঞ্চায়েত সদস্য শোভন দত্ত জানান, ‘ফান্ড সীমিত ধীরে ধীরে ড্রেন রাস্তার কাজ হচ্ছে, অনুমোদন পেলেই ঐ এলাকার কাজ শুরু হবে’।
সিপিএম নেতা পঙ্কজ রায় সরকারের অভিযোগ, ‘সিপিএম করলে সরকারী কোন সুবিধে দেওয়া যাবে না, তৃণমূলীরা নিজেদের ব্যক্তিগত ও আর্থিক উন্নতি ছাড়া মানুষের জন্য কিচ্ছু করেনি’।
অন্যদিকে পাল্টা আক্রমণ করে তৃণমূল নেতা তথা খাদ্য কর্মাধ্যক্ষ সুজিত মুখার্জ্জী বলেন, ‘ সামনেই পঞ্চায়েত ভোট সিপিএম এইসব করে বাজার গরম করার চেষ্টা করছে, তাদের পায়ের তলার মাটি সরে গেছে, এলাকার মানুষের জন্য তৃণমূল কাজ করছে’।
দীর্ঘক্ষন বিক্ষোভের পর নিউটাউনশিপ থানার পুলিশের আশ্বাসে উঠে যায় বিক্ষোভ। তবে রাস্তা কবে হয়, এখন সেই দিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয়রা।