
৯৯ বাংলা নিউজ ডেস্ক,বাঁকুড়া : লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন।পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, তত সরগরম হচ্ছে রাজনীতির বাতাবরণ। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে শাসকদলে ভাঙ্গন ধরালো গেরুয়া শিবির।এইবার,১৫ টি পরিবার থেকে ৪০ জন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল দাবি বিজেপির। অংশগ্রহণকারী দের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক ‘দিবাকর ঘরামী’ ।
এমনকি বিরোধীদলের দাবি, সোনামুখী ব্লকের পিয়ারবেড়া পঞ্চায়েতের সিমলায় তাদের একটি ব্লক সম্মেলন ছিল সেখানেই রাধামোহনপুর পঞ্চায়েতের ইসবপুর বুথের এই তৃণমূল কর্মীরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন ।
এই প্রসঙ্গে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী সংবাদমাধ্যমকে জানান, তৃণমূল কংগ্রেস দুর্নীতিতে ভরে গিয়েছে। তৃণমূল কংগ্রেসে কেউ থাকতে চাইছেন না । তাই তারা মোদিজীর কাজে উদ্বুদ্ধ হয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। এছাড়াও, এবিষয়ে সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায়ের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তিনি কোন প্রতিক্রিয়া দিতে চাননি ।