

৯৯ ডিজিটাল ডেস্ক : বর্ধমান সানমার্গ প্রতারণা মামলায় গ্রেফতার হওয়া দুর্গাপুরের ব্যবসায়ী সঞ্জয় সিংকে শনিবার নিজাম প্যালেস থেকে আনা হলো আসানসোল সিজিএম আদালতে। ৩ দিনের সিবিআই হেফাজতে ছিলেন সঞ্জয়।

দুর্গাপুরের ব্যবসায়ী সঞ্জয় সিং এই চিটফান্ড সংস্থার থেকে সুবিধাভোগ করেছিলেন বলে অভিযোগ। সিবিআইয়ের দাবি, বর্ধমান সানমার্গ সংস্থার চেয়ারম্যান সৌমরূপ ভৌমিকের একাউন্ট থেকে কোটি কোটি টাকা ট্রান্সফার হয় সঞ্জয় সিং এর একাউন্টে। সঞ্জয় চিটফান্ডের টাকায় মিডিয়ার ব্যবসা চালিয়েছিলেন বলে অভিযোগ। ইতিমধ্যেই বর্ধমান সানমার্গ প্রতারণা মামলায় হালিশহর পৌরসভার চেয়ারম্যান তৃণমূল নেতা রাজু সাহানি দু মাসের বেশি সময় ধরে আসানসোল বিশেষ সংশোধনাগারে রয়েছেন। তার এখনও জামিন হয়নি। রাজু সাহানিকে ও শনিবার আদালতে পেশ করা হয়েছিল। অন্যদিকে তিন দিন সিবিআই হেফাজতে থাকার পরে শনিবার আসানসোল সিজিএম আদালতে পেশ করা হয় । প্রায় দু ঘন্টা ধরে দু পক্ষের সওয়াল জবাবের পরে দু জনেরই ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন বিচারপতি। আগামী ১১ নভেম্বর ফের পেশ করা হবে দু জন কে ।