

৯৯ ডিজিটাল ডেস্ক : বাংলার মানুষ টাটা মোটর্স কে বরাবর পছন্দের তালিকায় রেখেছে । সে কারনেই ভারী ও লঘু পন্য পরিবহনের ক্ষেত্রে প্রায় ৭০ শতাংশ বাজার ধরে রাখতে পেরেছে টাটা মোটর্স । জানালেন টাটা মোটর্সের বানিজ্য ও বিপনন বিভাগের ভাইস প্রেসিডেন্ট রাজেশ কৌল। এদিন দুর্গাপুরে টাটা মোটর্সের স্বীকৃত ডিলার গতি মোটর্সে টাটার সদ্য নির্মিত পন্য পরিবহন ভেহিকেলস এর উদ্বোধনে আসেন টাটা সন্স এর অন্যতম এই আধিকারিক। এদিন তিনি বাংলার তথা দুর্গাপুরের মানুষের প্রশংসা করে বলেন যে এখানকার মানুষ বরাবরই টাটার গাড়ী পছন্দ করে এসেছে। তিনি আরও বলেন যে , টাটা গ্রুপ সব সময় নিজের ক্রেতাদের ব্যবসার কথা মাথায় রাখে

, যারা ভারী কিংবা লঘু পন্য পরিবহন যান কিনছেন , তাদের সার্ভিসিং ও ওয়ার্কশপের সুবিধের ব্যাপারে সব সময় সংস্থা খেয়াল রাখে। উল্লেখ্য , প্রথম দিনেই এই শোরুম থেকে ৯ টি গাড়ীর ডেলিভারি করেছে গতি মোটর্স , এদিন অনেক গাড়ীর বুকিংও হয়েছে। ভারী পন্য পরিবহনের ট্রাকের ক্ষেত্রে টাটা মোটর্স ৭০ প্রতিশত বাজার ধরে রেখেছে এবং লঘু পরিবহনের ক্ষেত্রে ৫০ % র বেশী বাজার ইতিমধ্যেই ধরে ফেলেছে টাটা মোটর্স । খুব শীঘ্রই টাটা মোটর্সের অন্যতম সেরা পরিবহন গাড়ী “এস” যা কিনা ছোটা হাতি নামে খ্যাত , সেই মডেলের ইলেক্ট্রিক্যাল ভেহিকেলস আনতে চলেছে টাটা মোটর্স ,. জানালেন টাটা গোষ্ঠির অন্যতম এই কর্নধার। ব্যাবসায় আত্মনির্ভর হওয়ার জন্য টাটার গাড়ীই আদর্শ বলে দাবি করেন তিনি এবং আগামী দিনে বাংলায় আরও ব্যবসা বাড়াবেন বলে আশা প্রকাশ করেন তিনি।