
৯৯ বাংলা নিউজ ডেস্ক : বছর কোভিডের কারণে সম্ভব হয়নি। আগামীকাল ১১ জানুয়ারি গ্রেটার নয়ডায় শুরু হচ্ছে দেশের সবথেকে বড় গাড়ির মেলা Auto Expo 2023। ভারতে সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (সিয়াম) এই অনুষ্ঠানের আয়োজন করে। এই মোটর শোতে অনেক নতুন গাড়ি, বাইক, কনসেপ্ট কারসহ বাণিজ্যিক গাড়ি দেখানো হবে। অবশেষে মহামারীর দাপট কাটিয়ে আজ থেকে শুরু হচ্ছে এই মেলা।
প্রতিবছরই Auto Expo তে নতুন নতুন ফিচারস সহ গাড়ি, বাইক, বৈদ্যুতিক কার সহ একাধিক বাণিজ্যিক গাড়ি লঞ্চ করা হয়। অটো এক্সপো 2023 আগের মতো ইন্ডিয়া এক্সপো মার্টে অনুষ্ঠিত হবে, যা উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার জেপি গল্ফ কোর্সের কাছে। এর সঙ্গে অটো কম্পোনেন্ট ইন্ডাস্ট্রি দিল্লির প্রগতি ময়দানে অটো এক্সপো-কম্পোনেন্ট শো আয়োজন করবে।
প্রসঙ্গত, অটো এক্সপো ২০২৩ ১১ থেকে জানুয়ারি থেকে শুরু হবে। ১৮ জানুয়ারি শেষ হবে শো। এই মেলার সময় সাধারণ নাগরিকদের জন্য ১৪ ও ১৫ জানুয়ারি সকাল ১১ টা থেকে ৮ টা, ১৬ ও ১৭ জানুয়ারি সকাল ১১ টা থেকে ৭ টা, ১৮ জানুয়ারি সকাল ১১ টা থেকে ৬ টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন শেষ হওয়ার এক ঘণ্টা আগে প্রবেশ বন্ধ থাকবে।
এছাড়াও, এখানে auto-expo , ২৩ এর সেরা লঞ্চ , বলিউড তারকা শাহরুখ খানকে নিয়ে Hyundai তার প্রিমিয়াম ইলেকট্রিক SUV লঞ্চ করবে এই মেলায়।এখানেই শেষ নয়, কিয়া তার বৈদ্যুতিক কনসেপ্ট এই মেলায় দেখাবে। এ ছাড়াও MG একটি অনন্য শহর ভিত্তিক বৈদ্যুতিক গাড়িও দেখাবে অটো এক্সপোতে। এমনকি এর পাশাপাশি টয়োটা ও BYD-র মতো কোম্পানিগুলি তার গ্লোবাল পোর্টফোলিও থেকে অনেক গাড়ি দেখাতে পারে।