৯৯ বাংলা নিউজ ডেস্ক : প্রাক্তন মুখ্যমন্ত্রীর পৈতৃক ভিটায় হামলা। ক্রমশ উত্তেজনার শিখরের রাজ্যে। উদয়পুরের জামজুড়িতে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও রাজ্যসভার সাংসদ বিপ্লব দেবের পৈতৃক বাড়িতে হামলা চালানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায়।
প্রশাসনিক সূত্রে খবর, হামলাকারীরা বিপ্লব দেবের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। এছাড়াও গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনার পিছনে ঠিক কারা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে, বুধবার বিপ্লববাবুর বাবার মৃত্যুবার্ষিকী । মৃত্যুবার্ষিকীর একদিন আগে প্রাক্তন মুখ্যমন্ত্রীর পৈতৃক বাড়িতে হামলাকে সিপিএমের ষড়যন্ত্র বলে মনে করা হচ্ছে।
এই ঘটনার সঙ্গে সিপিএম আততায়ীরা জড়িত থাকতে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর কাকরাবনের বিধায়ক রতন চক্রবর্তী মঙ্গলবার হামলাকারীদের সঙ্গে বৈঠক করেছিলেন।
২৩’ এর মুখেই ফেব্রুয়ারিতে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। তার আগেই রাজ্যজুড়ে ক্রমশ উত্তেজনা বৃদ্ধি। ত্রিপুরাতে এবার পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসও জয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। ২০২২ সালের মে মাসে মুখ্যমন্ত্রীর পদ থেকে বিপ্লব দেবকে সরিয়ে দেওয়া হয়। সেই জায়গায় মানিক সাহাকে ত্রিপুরার নয়া মুখ্যমন্ত্রী করেছে বিজেপি।