
নম্রতা সামন্ত, ৯৯বাংলা নিউজ ডেস্ক: পশ্চিম বর্ধমান আসানসোলবাসী পেলো সেলফি পয়েন্ট নতুন বছরের উপহার।আসানসোলের জুবিলি মোড়ের কাছে এডিডিএ এর পক্ষ থেকে আই লাভ আসানসোল নামে দুটি সেলফি জোন এবং প্যাসেঞ্জার শেড উদ্বোধন করা হয়েছে৷
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এডিডিএ এর চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায়, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি প্রমুখ। এই উপলক্ষে তাপস বন্দ্যোপাধ্যায় বলেন যে, আসানসোলের এইরকম একটি গেট এই শহরের প্রতি মানুষের ভালবাসা দেখায়। অন্যদিকে, মেয়র বলেন, নতুন বছরে অনেক নতুন উপহার পাবেন আসানসোলের মানুষ। এর মধ্যে কালীপাহাড়িতে কলকাতার আদলে জুবিলি মোড়, ভগৎ সিং মোড় এবং তিনটি বিশ্ববাংলা গেট তৈরি করা হবে। পাশাপাশি আসানসোলে যানজট থেকে মুক্তি দেওয়ার চেষ্টাও করছে প্রশাসন।
বস্তুত, জুবিলি মোড়ে ‘আই লাভ আসানসোল’ লেখা সেলফি পয়েন্ট দুটির কাজ সম্পন্ন হয়েছে। এইগুলি তৈরি করতে উন্নতমানের এলইডি লাইট ব্যবহার করা হচ্ছে। যাতে করে এই সেলফি পয়েন্টগুলির শোভা বৃদ্ধি পায়। কাজ শেষ হলেই এই সেলফি পয়েন্টগুলি সেলফি লাভারদের জন্য দ্রুত খুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত আসানসোল শহরকে সুন্দর করে সাজিয়ে তুলতে সৌন্দর্যায়নের কাজ শুরু করেছে পুরনিগম। এই প্রকল্পে শহরে সেলফি পয়েন্ট তৈরির পাশাপাশি চারটি প্রবেশদ্বারও তৈরি করা হচ্ছে। কলকাতার বিশ্ব-বাংলা গেটের ধাঁচে তৈরি হচ্ছে আসানসোল গেট। রাজারহাট-নিউটাউনের মত এখানেও থাকবে ঝুলন্ত রেস্টুরেন্ট।