
৯৯ বাংলা নিউজ ডেস্ক : বাংলার পশ্চিম বর্ধমান জেলা একটি প্রধানত শহুরে খনন-শিল্প জেলা। জেলার সদর দফতর হল আসানসোল। আর এই আসানসোল প্রাঙ্গণে অ্যাপ্রেন্টেটিসিপ মেলা ২০২৩ এর আয়োজন করল পশ্চিম বর্ধমানের কন্যাপুর আইটিআই কর্তৃপক্ষ। জানা গিয়েছে, এই কর্মসূচী থেকে আইটিআই পাশ করা ছাত্র-ছাত্রীরা সরাসরি বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে তারা কাজে যোগ দিতে পারবেন।
এই মেলায় এদিন ১১টি কোম্পানি সরাসরি আইটিআই পাশ করে উত্তীর্ণ হওয়া সকল ছেলে মেয়েদের ইন্টারভিউ নিয়ে তাদের কাজের সুযোগ করে দেবে। পশ্চিমবঙ্গ সরকার ডাইরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এই মেলার উদ্যোগ নিয়েছে।বস্তুত, কন্যাপুর ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টারের সুপারিনটেনডেন্ট রতন সরকার জানিয়েছেন, প্রায় এক হাজার আইটিআই পাশ করা ছেলেরা ও মেয়েরা এই সুযোগ পাবেন।তারা কন্যাপুর আইটিআই আয়োজিত এই অ্যাপ্রেন্টিসশিপ মেলা থেকে বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে কাজে যোগ দিতে পারবেন। জানা গিয়েছে, পশ্চিম বর্ধমান ছাড়াও বিভিন্ন আই টি আই এর ছাত্র-ছাত্রীরা এই মেলায় অংশ নিয়েছেন।
প্রসঙ্গত, করোনা আবহে দীর্ঘদিন রাজ্যের সমস্ত স্কুল কলেজে পঠন-পাঠন বন্ধ ছিল। তবে,এখন সব সচ্ছল। তাই এই কর্মসূচির মধ্যে দিয়ে আইটিআই পাশ করা ছাত্রছাত্রীদের সরাসরি বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার ব্যবস্থা করাই হলো এই ডাইরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং দ্বারা আয়োজিত মেলার মূল উদ্দেশ্য।