
কৌশিক বসু,দুর্গাপুর : “আমাকে দিল্লী নিয়ে গেলে আমি সব বলে দেব ইডি আর সিবিআইকে”- দুর্গাপুর থেকে হুংকার ছাড়লেন “অনুব্রত” । তবে আসল নয় , প্রতীকি অনুব্রত। একদিকে যখন অনুব্রতর আইনজীবিরা একের পর এক কৌশল অবলম্বন করছে , অনুব্রতর দিল্লী যাওয়া আটকাতে , তখন দুর্গাপুরের রাস্তায় অভিনব প্রতিবাদ কর্মসূচী পালন করল বিজেপি। বিজেপির বিদ্যাসাগর এ্যাভিনিউ স্থিত বিজেপির দলীয় কার্যালয়ের সামনে এই অভিনব কর্মসূচীতে উপস্থিত ছিলেন সাংসদ লকেট চ্যাটার্জী, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষন ঘোড়ুই সহ বিজেপি কর্মীরা। বিজেপি কর্মী কাঞ্চন রাউতকে অনুব্রত সাজিয়ে একজন পুরুষ ও একজন মহিলা সিবিআই সেজে কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানো হয়। অনুব্রতরূপী কাঞ্চন রাউত বলেন যে তাকে দিল্লী নিয়ে গেলে তিনি গরু,কয়লা,বালির সব তথ্য বলে দেবেন।

প্রসঙ্গত উল্লেখ্য আসানসোলের বিশেষ সিবিআই আদালত অনুব্রতকে দিল্লী নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়ার পর এদিন ফের হাইকোর্টে এই রায়ের বিরূদ্ধে আবেদন জানান অনুব্রতর আইনজীবিরা। এই প্রসঙ্গে বিধায়ক লক্ষন ঘোড়ুই বলেন যে তৃণমূল যতই চেষ্টা করুক , যত খুশী হাইকোর্টে মামলা করুক,অনুব্রতর দিল্লীযাত্রা আটকাতে পারবে না।
প্রতীকি প্রতিবাদ সম্পর্কে সাংসদ লকেট চ্যাটার্জীর প্রতিক্রিয়া , মানুষের এই মুহুর্তে যা মনোভাব , তারই প্রতিফলন বিজেপির কর্মীরা দেখাচ্ছেন । উনি যা করেছেন , তাতে ওনার স্থায়ী ঠিকানা তিহার জেল,মন্তব্য বিজেপি নেত্রীর।