৯৯ডিজিটাল ডেস্ক, ব্যুরোঃ গরুপাচার মামলায় জেল হেফাজতে রয়েছেন বীরভূমের রবিনহুড অনুব্রত। সিবিআইয়ের দায়ের করা মামলাতেই জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত মন্ডল। মঙ্গলবার অনুব্রতর আবেদনের ভিত্তিতে চলা শুনানি শেষ হয়েছিলো হাইকোর্টে। বুধবার সেই মামলার রায় দান করে অনুব্রতর জামিনের আর্জি খারিজ করলেন বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপরি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ।
মঙ্গলবার মামলার শুনানি চলাকালীনই তৃণমূল কর্মী শিবঠাকুর মণ্ডলকে খুনের চেষ্টার অভিযোগে অনুব্রতকে হেফাজতে পেতে যেভাবে পুলিশ সক্রিয় হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন দুই বিচারপতি। পুলিশের ভূমিকা অস্বচ্ছ এবং লজ্জাজনক বলেও উল্লেখ করেছিলেন দুই বিচারপতি।
বুধবার বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ বলে, ‘‘তদন্ত যে পর্যায়ে রয়েছে, তা বিবেচনা করে এখনই জামিন মঞ্জুর করা হচ্ছে না।’’
মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে অনুব্রতকে ‘রাজনৈতিক দৈত্য’ বলে মন্তব্য করে। তাদের দাবি, জামিন পেলে সংশ্লিষ্ট মামলার তদন্ত প্রভাবিত করতে পারেন এই নেতা। এর পর মঙ্গলবার রায়দান স্থগিত রাখে উচ্চ আদালত। অবশেষে বুধবার তাঁর আবেদন খারিজ করল কলকাতা হাই কোর্ট।