
নিজস্ব প্রতিবেদন, রানীগঞ্জ :বছর শুরুর দ্বিতীয় দিনে,২রা জানুয়ারি কলকাতার নজরুল মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের নতুন কর্মসূচি “দিদির সুরক্ষা কবচ”এর নাম ঘোষণা করা হয়।এই বিষয়ের মাধ্যমে তৃণমূল কর্মীরা রাজ্যের প্রায় প্রত্যেককে তৃণমূল কংগ্রেসের তথা রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচির আওতায় আনতে চলেছেন।
ইতিমধ্যেই, তৃণমূল কংগ্রেসের ‘দুয়ারে সরকার’ কর্মসূচি বিশেষ খ্যাতি লাভ করেছে।এর মাধ্যমে সরকারি সমস্ত রকম কাজকর্ম একেবারে মানুষ নিজেদের দরজায় পেয়েছেন।তার মধ্যেও যারা এখনো পর্যন্ত দুয়ারে সরকার কর্মসূচিতে সরকারের উন্নয়নমূলক কর্মসূচির ভাগীদার হতে পারেননি তাদের জন্যই দিদির সুরক্ষা কবচ কর্মসূচি। কর্মসূচির মাধ্যমে জেলায়-জেলায়,ব্লকে-ব্লকে ,পাড়ায়-পাড়ায় শাসকদলের কর্মীরা দিদির দূত হিসাবে একেবারে সাধারণ মানুষের কাছে পৌঁছাবেন।যারা এখনো সরকারের উন্নয়ন থেকে বঞ্চিত আছেন তাদের কাছে সেইসব উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়ায় এই দিদির দূতদের মূল উদ্দেশ্য। সেই মর্মে রবিবার রাণীগঞ্জ বিধানসভার অন্ডাল ব্লকের তৃণমূল ব্লক সভাপতি “কালবরন মন্ডল” একটা সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকদের কাছে রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচি তথ্য তুলে ধরেন। তার পাশাপাশি একেবারে সাধারণ মানুষ কিভাবে সরকারের এই কর্মকাণ্ডে যুক্ত হতে পারবেন সে বিষয়েও বিস্তারিত আলোচনা করেন। এই দিনের সাংবাদিক সম্মেলনে ব্লক সভাপতির সাথে ছিলেন, তৃণমূলের যুব ও বঙ্গজননীর নেতা নেত্রী ও কর্মীরাও।
প্রসঙ্গত, সামনেই পঞ্চায়েত নির্বাচন। ঠিক তার দু’মাস আগে বিশেষ দুটি কর্মসূচি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। জন সংযোগ তো বটেই, আসলে এই আবহে এই দুটি কর্মসূচি তৃণমূলের ‘কর্মযজ্ঞ’ বলেই ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের দুটি নতুন কর্মসূচি- ‘দিদির সুরক্ষাকবচ’ও ‘দিদির দূত’। রাজ্যের প্রায় ২ কোটি পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে রাজ্য সরকারের ১৫ টি প্রকল্পের সুযোগ সুবিধা। আর দিদির সাড়ে তিন লক্ষ ‘দূত’পৌঁছে দেবেন সেই সুবিধা।