
৯৯ বাংলা নিউজ ডেস্ক: বুধবার রাতে আগরতলায় নামার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কিন্তু তাঁর বিমান আগরতলায় নামতে পারেনি এবং সুরক্ষার জন্য ঘুরিয়ে দেওয়া হয়েছে বিমানের অভিমুখ। ঠাণ্ডার সঙ্গেই দিল্লি সহ বেশ কয়েটি রাজ্যে ঘন কুয়াশা কাধিক সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। দৃশ্যমানতা কম থাকার কারণে ঘটছে দুর্ঘটনা।
কর্মকর্তারা জানিয়েছেন অমিত শাহের বিমানের নামার কথা ছিল আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে কিন্তু ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় বিমানটিকে গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলই আন্তর্জাতিক বিমানবন্দরে নামানো হয়েছে। বৃহস্পতিবার ত্রিপুরায় ‘জন বিশ্বাস যাত্রা’ নামে দু’টি রথযাত্রার সূচনা করার কথা রয়েছে অমিত শাহের। চলতি বছরেই রয়েছে রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই কারণেই তাঁর এই সফর। যাত্রা শুরুর একদিন আগেই রাজ্যে পা রাখতে চেয়েছিলেন, কিন্তু কুয়াশা সেই সূচিইয়ে ঘটাল ব্যাঘাত।
পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার (এসপি), শঙ্কর দেবনাথ জানিয়েছেন, “বুধবার রাত ১০ টায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। কিন্তু এটিসি, আগরতলার রিপোর্ট অনুসারে ঘন কুয়াশার কারণে দুর্বল দৃশ্যমানতার কারণে তাঁর বিমান অবতরণ করতে পারেননি। তাই গুয়াহাটিতে তাঁর বিমানটির জরুরি অবতরণ করা হয়। তিনি গুয়াহাটিতেই রাত কাটান বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বলেছেন শাহ বৃহস্পতিবার সকাল ১১টায় আগরতলায় পৌঁছাবেন উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর এবং দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমা থেকে রথযাত্রার সূচনার জন্য। বিজেপির এই রথযাত্রা নিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা একদিন আগেই বলেছেন, “জনবিশ্বাস যাত্রা আগামী বিধানসভা নির্বাচনের জন্য দলের প্রচারকে চিহ্নিত করবে এবং আমরা আনন্দিত যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উভয় কর্মসূচি চালু করবেন।”