
৯৯ডিজিটাল ডেস্ক, কাঁকসাঃ গৃহ শিক্ষকের সাথে পিকনিকে গিয়ে মর্মান্তিক মৃত্যু কিশোরের। দুর্গাপুরের বেনাচিতির বিদ্যাসাগরপল্লীর বাসীন্দা একাদশ শ্রেনীর ছাত্র সন্দীপ বারুই। বুধবার সকালে গৃহ শিক্ষকের সাথে পিকনিক করতে যায় সে কাঁকসার দেউল পার্কে। সেখানেই অজয় নদে স্নান করতে নামে সন্দীপ সহ তার দুই বন্ধু। আর এতেই বিপত্তি। হঠাৎই জলে তলিয়ে যায় সন্দীপ। বন্ধুরা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও তা ব্যার্থ হয়।
এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় ইলামবাজার থানার পুলিশ। স্থানীয়দের তৎপরতায় বেশ কিছুক্ষন পর উদ্ধার হয় সন্দীপের মৃতদেহ। ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বোলপুর মহকুমা হাসপাতালে।
পিকনিক করতে আসা সন্দীপের অনান্য বন্ধুরা জানাচ্ছেন, সকলের নজর এড়িয়ে এদিন জলে নামে তারা। আর সাঁতার না জানার কারনেই ঘটে যায় মর্মান্তিক এই দুর্ঘটনা।
বিনোদনে যে এই ভাবে বিপদ ডেকে আনবে, তা ভাবতেও পারেন নি কেউ। নিমেষের মধ্যেই আনন্দ পরিণত হলো বিষাদে, সন্দীপের মৃত্যুতে শোকাহত পরিবার সহ বন্ধুবান্ধব।