
৯৯ বাংলা নিউজ ডেস্ক : বিগতদিন ধরেই দেশে বিমান ও বিমানবন্দরের বেশ কিছু অপ্রিতিকর ঘটনা সামনে আসছে। যা নিয়ে রীতিমত চর্চা শুরু হয়েছে। এবার বেঙ্গালুরু বিমানবন্দরে নিরাপত্তার সংক্রান্ত বিষয়ের জন্য চেকিং-এর সময় এক মহিলা সঙ্গীতশিল্পীকে তাঁর শার্ট খুলতে বলা হয়েছে বলেই অভিযোগ দায়ের হয়েছে।
কয়েকদিন পূর্বেই যাত্রীদের সঙ্গে বিমানসেবিকার ছবি ধরা পড়েছে। আর তারপরেই এয়ার ইন্ডিয়ার বিমানে এক মাতাল যাত্রীর বিরুদ্ধে আরেক মহিলা সহযাত্রীর গায়ে প্রস্রাব করার অভিযোগ উঠেছে। সেই ঘটনার পরই বেঙ্গালুরু বিমানবন্দরে ঘটল এই ঘটনা। একজন মহিলা সঙ্গীতশিল্পী অভিযোগ করেছেন যে বেঙ্গালুরু বিমানবন্দরে চেকিং করার সময় তাঁকে তাঁর শার্ট খুলতে বলা হয়েছিল । অভিজ্ঞতাটিকে “সত্যিই অপমানজনক” হিসাবে বর্ণনা করেছেন তিনি। তিনি তার টুইটার অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে এই অভিযোগ করেছেন। যদিও তা পরে মুছে ফেলা হয়। বেঙ্গালুরু বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় একটি টুইটার পোস্টে এই সঙ্গীতশিল্পী অভিযোগ করেছেন, নিরাপত্তা চেক করার সময় বেঙ্গালুরু বিমানবন্দরে তাকে শার্ট খুলে ফেলতে বলা হয়েছিল।
শুধুমাত্র একটি ক্যামিসোল পরা নিরাপত্তা চেকপয়েন্টে দাঁড়িয়ে থাকা এবং একজন মহিলা হিসাবে তিনি কখনই চান না, এমন মনোযোগ পাওয়া সত্যিই অপমানজনক ছিল।পোস্টটি আজ সকালে মুছে ফেলা হয়েছে। এরপরই তার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। বেঙ্গালুরু বিমানবন্দরের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল মহিলার পোস্টের প্রতিক্রিয়ায় জানিয়েছে, “এটি হওয়া উচিত ছিল না” এবং তাঁকে তাঁর যোগাযোগের বিশদ শেয়ার করার জন্য অনুরোধ করা হয়েছে যাতে কর্তৃপক্ষ তাঁর কাছে পৌঁছাতে পারে।