
কৌশিক বসু,দুর্গাপুর : খুনের মামলায় সাজা হয়েছে দোষীদের , আর সেই ক্ষোভের বহি:প্রকাশ ঘটল সাজাপ্রাপ্তদের পরিবারের। সরকারী আইনজীবিকে ঘিরে নজিরবিহীন বিক্ষোভের সাক্ষী রইল দুর্গাপুর। বুধবার আমিন হত্যাকান্ডের সাজা ঘোষনা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। ৮ জনকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেন মাননীয় বিচারক। বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পর আদালত থেকে যখন আইনজীবিরা বেরিয়ে আসছিলেন , সেই সময় আমিন হত্যা মামলার সরকার পক্ষের আইনজীবি দেবব্রত সাঁইয়ের উদ্দেশ্যে বিক্ষোভ প্রদর্শন করে সাজাপ্রাপ্তদের পরিবারের মহিলারা। দেবব্রতবাবুর দিকে তেড়ে যায় ওই মহিলারা, সঙ্গে অশ্রাব্য ভাষা প্রয়োগ করা হয়। তাদের অভিযোগ , সরকারী আইনজীবি টাকা নিয়ে অভিযুক্তদের জামিন করাবে বলে করাতে পারেনি। অন্যান্য আইনজীবিরা সেসময় সরকারী আইনজীবিকে আগলে নিয়ে আদালত চত্বর থেকে বেরিয়ে যান। এরপরেও বেশ কিছুক্ষন আদালতের সামনে বিক্ষোভ দেখায় ওই মহিলারা।

এ প্রসঙ্গে সরকারী আইনজীবি দেবব্রত বাবু বলেন,” তিনি খুশী , যে তার বিরূদ্ধে বিক্ষোভ হয়েছে। এতেই প্রমান হল নিজের কাজটা সঠিক ভাবে করতে পেরেছি , কুখ্যাত আসামীদের সাজা পাওয়াতে সফল হয়েছি”।
যদিও এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে আইনজীবি মহলে। দুর্গাপুর আদালতের সমস্ত সরকারী আইনজীবিরা আগামীকাল অর্থাৎ বৃহষ্পতিবার থেকে কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছে। সরকারী আইনজীবিদের পক্ষে তুষার গুপ্ত বলেন যে যে ভাবে একজন সরকারী আইনজীবিকে হেনস্থা করা হল , তাতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। পুলিশের বিরূদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তুষার বাবু বলেন যে আদালত চত্বরে পুলিশ যথার্থ নিরাপত্তা দিতে ব্যর্থ। সরকারী আইনজীবিদের কর্মবিরতির সিদ্ধান্তে আদালতের কাজে প্রভাব পড়ার আশংকা দেখা দিয়েছে।