
৯৯ বাংলা নিউজ ডেস্ক: ফের হামলা বন্দে ভারত এক্সপ্রেসে। রবিবার ফের বিহারের বারসই থেকে সেমি হাইস্পিড ট্রেনটিকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়েছে বলে অভিযোগ জানালেন যাত্রীদের একাংশ। অভিযোগ পেয়ে তড়িঘড়ি রেল পুলিশ দুটি জায়গায় ট্রেনটি পরীক্ষা করে। তাতেই দেখা যায় ট্রেনের সি ১১ কোচের ৭৫ নম্বর সিটের জানালায় আঘাতের চিহ্ন মিলেছ দাবি আরপিএফের । যাত্রীদের অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে, এমনই জানিয়েছেন কাটিহার ডিভিশনের আরপিএফ কমান্ডান্ট।
রবিবার নিউ জলপাইগুড়ি থেকে নির্ধারিত সময়েই রওনা দিয়েছিল বন্দে ভারত এক্সপ্রেস। বিকেল নাগাদ বিহারের মধ্যে দিয়ে যাচ্ছিল ট্রেনটি। বারসই ছাড়ার পর সি১১ কোচে পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ করেন যাত্রীরা। অভিযোগ পেয়েই তৎপর হয় আরপিএফ। বোলপুর স্টেশনে ট্রেনটি দশ মিনিট থামিয়ে রেখে পরীক্ষা করা হয়। তাতেই ৭৫ নম্বর সিটের কাছে আঘাতের চিহ্ন মেলে।
সি ১১ কোচে যে পাথর ছোঁড়ার অভিযোগ প্রসঙ্গে, কাটিহার ডিভিশনের কমান্ডান্ট কমল সিং জানিয়েছেন, ”যাত্রীরা পাথর ছোঁড়ার অভিযোগ করেছেন। আমরা সেই অভিযোগ গুরুত্ব সহকারেই খতিয়ে দেখছি। সিসিটিভি ফুটেজ ভালভাবে খতিয়ে দেখা হবে। অভিযোগ পেয়ে সব জায়গায় আরপিএফকে সতর্ক করা হয়েছে।”
এর আগে ৩ জানুয়ারি মালদহ ছাড়ার পর হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়া হয়। তাতে একটি কোচের দরজা ভেঙে যায়। এ নিয়ে যাত্রীমহলে শোরগোলের পাশাপাশি রাজনৈতিক তরজাও তুঙ্গে ওঠে। পরে তদন্তে দেখা যায়, বাংলার কোনও স্থান থেকে নয়, পাথর ছোঁড়া হয়েছিল বিহারের একটি জায়গা থেকে। প্রসঙ্গত, নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া আসার পথে বিহারের একটি অংশ পেরতে হয় বন্দে ভারত এক্সপ্রেসকে। সেদিনের ঘটনায় ৪ নাবালককে চিহ্নিত করে আটক করেছে রেল পুলিশ।