৯৯ বাংলা নিউজ ডেস্ক: আবাস যোজনার দুর্নীতি স্বজনপোষণ ও প্রকৃত ঘর প্রাপকরা বঞ্চিত এই দাবিতে জামুরিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে বিক্ষোভ ও ঘেরাও সিপিআইএমের।এই কর্মসূচি তো উপস্থিত ছিলেন জামুরিয়ার সিপিআইএমের উচ্চ স্থানীয় নেতৃত্ব।সিপিআইএম নেতা কাজল বাউরী, সুকুমার সঙ্গুই, তাপস কবির মনোজ দত্ত জানা গোটা বাংলার সঙ্গে সঙ্গে জামুরিয়া বিধানসভার দশটি গ্রাম পঞ্চায়েতের প্রধানমন্ত্রী আবাস যোজনার ব্যাপক দুর্নীতি হয়েছে। যাদের পাকা বাড়ি এমনকি দোতলা বাড়ি রয়েছে তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছেন। অনেকের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনায় নথিভুক্ত রয়েছে। অথচ যে সমস্ত গরিব মানুষ মাটির ঘরে রয়েছে তারা এখনো বঞ্চিত। দ্রুত বঞ্চিত গরিব মানুষদের ইন্দ্রাবাস যোজনায় নাম নথিভুক্ত না করা হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবার হুমকি দেন।
সিপিআইএম নেতা কাজল বাবু জানান জামুরিয়ার বিডিও জিসানু দে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। এই বিষয় নিয়ে জামুড়িয়ার বিডিও কে ফোনে যোগাযোগ করা হলে কোন উত্তর পাওয়া যায়নি।
Related Stories
29 January, 2023