
বিশ্বজিৎ সাহা, রতুয়া,আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো রতুয়া থানার পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ওই ব্যক্তির নাম নাজির হোসেন (৫৫) বাড়ি রতুয়া থানা এলাকার বাহিরকাপ গ্রামে। শুক্রবার সন্ধ্যা নাগাদ দুর্গাপুর শিশু বাগানে বসে নেশা করছিল ব্যক্তিটি। সেখানে গিয়ে এক যুবক তাকে বাধা দিতে গেলে সেই যুবককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় ওই ব্যক্তি। তবে যুবকটি শাহস দেখিয়ে ওই ব্যক্তিকে ধরে ফেলে। তাদের গন্ডগোলের খবর শুনে আশেপাশের স্থানীয় বাসিন্দারা সেখানে ছুটে আসে। এবং ওই ব্যক্তিকে চলে গণধোলাই। খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসে রতুয়া থানার পুলিশ। পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায় রতুয়া থানা। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় একটি পাইপ গান ও একটি কার্তুজ। দশ দিন পুলিশ হেফাজত চেয়ে শনিবার ধৃতকে চাঁচল মহকুমা আদালতে তোলা হয়।