রাহুল তিওয়ারি, সালানপুর :- রূপনারায়নপুরের হিন্দুস্তান কেবলসের ১ নম্বর বাংলোর পেছনের বাগানে ভয়ঙ্কর আগুন লক্ষ্য করা যায় বৃহস্পতিবার রাত্রি প্রায় সাড়ে আটটা নাগাদ। স্থানীয়দের বক্তব্য সন্ধ্যে বেলায় কিছু দুষ্কৃতির দল ইচ্ছাকৃতভাবে জঙ্গলের শুকনো পাতা মধ্যে আগুন ধরিয়ে দেয়।

কিছু ক্ষণের মধ্যে সেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে। পুড়তে থাকে একাধিক বড় বড় গাছ। সেই খবর পেয়ে রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশ ও তৃণমূল নেতা তথা সমাজ সেবী ভোলা সিং ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের প্রচেষ্টায় প্রায় এক ঘন্টা সময় ধরে প্রয়াস করে আগুন নিয়ন্ত্রণে আনে।স্থানীয়দের বক্তব্য হিন্দুস্তান কেবলসের পরিত্যক্ত বিভিন্ন জায়গায় এই ধরনের শুকনো পাতা এবং জঙ্গলের মধ্যে প্রায় দিনই দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেয় যার ফলে বহু গাছ ক্ষতিগ্রস্ত হচ্ছে।এই বিষয়ে স্থানীয় প্রশাসনকে নজর দেওয়া দরকার বলেই মনে করছেন স্থানীয়রা।