

জমি মাফিয়াদের টার্গেট জাতীয় সড়ক সংলগ্ন পুকুর,
কাঁকসায় প্রকাশ্য দিবালোকে চলছে পুকুর ভরাটের কাজ
৯৯ ডিজিটাল ডেস্ক :
নয় নয় করে প্রায় ষোলো বিঘের পুকুর, প্রকাশ্য দিবালোকে অবাধে পুকুর ভরাট চলছে। কাঁকসার পানাগড় শিল্পতালুকের তিন নম্বর গেটের কাছে দিনের আলোতে এই অবাধ দুষ্কৃতী তান্ডব চললেও মাত্র এক কিলোমিটারের ব্যাবধানে কাঁকসা থানা আর দু কিলোমিটারের মধ্যে বিডিও অফিস থাকলেও কেউ তাকিয়েও দেখেনা বলে অভিযোগ স্থানীয়দের। সামনে একটি হোটেল রয়েছে, সেই হোটেলকে সামনে রেখে অবাধ পুকুর ভরাট হচ্ছে।মূলত জমি মাফিয়ারা জাতীয় সড়ক গা লাগোয়া জলাশয়গুলিকেই টার্গেট করছে ।
এরপর ঐ জলাশয় অবাধে ভরাট করে দিয়ে প্রোমোটারি হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয়দের পাশে দাঁড়িয়েছে পানাগড় নাগরিক মঞ্চ। সংগঠনের সম্পাদক প্রকাশ দাসের অভিযোগ, শুধু শিল্পতালুক সংলগ্ন তিন নম্বর গেট নয়, গোটা কাঁকসা অঞ্চল জুড়ে একের পর এক জলাশয় ভরাট চলছে । প্রশাসনকেও জানানো হচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। পানাগড় নাগরিক মঞ্চের অভিযোগ ,এদের মাথায় রাজনৈতিক প্রভাবশালীদের হাত রয়েছে । প্রতিবাদ করতে গেলে হুমকিও মেলে বলে অভিযোগ পানাগড় নাগরিক মঞ্চের।
ইতিমধ্যে ষোলোটি ক্ষেত্রে লিখিত অভিযোগ দায়ের হয়েছিল, মাঝে বেশ কয়েকজনকে শো কজ করা হয়েছিল। কালের নিয়নে ফের যেই কে সেই অবস্থা বলে অভিযোগ পানাগড় নাগরিক মঞ্চের। পানাগড় এর কাঁকসা অঞ্চলের একের পর এক জলাশয় ভরাট হতে থাকায় এখন ক্ষোভে ফুসছে স্থানীয় বাসিন্দারা।
যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন পানাগড় শিল্পতালুক সংলগ্ন এক হোটেল মালিক । যে পুকুর ভরাটের অভিযোগ তার বিরুদ্ধে উঠছে তা মিথ্যে বলেই জানান তিনি। কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ভবানীপ্রসাদ ভট্টাচার্যের দাবি এখন সিপিআইএম বিজেপি সবাই তৃণমূল, তাই বিরোধীরা যে অভিযোগ করছেন সবটাই মিথ্যে।
তৃণমূল নেতৃত্বকে কটাক্ষ করে বিজেপি পূর্ব বর্ধমান জেলা সদর সহ সভাপতি রমণ শর্মার পাল্টা অভিযোগ, তৃণমূল ব্লক সভাপতির বক্তব্যে পরিষ্কার, প্রশাসন ঝান্ডাধারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না।
এই ইস্যুতে জোর রাজনৈতিক তরজার মধ্যেই দুষ্কৃতীরা অবাধে দিনের আলোতে পুকুর ভরাট করছে । যদি এরপরও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা না নেয় তাহলে আরো বড় আন্দোলন সংগঠিত করবেন বলে জানান নাগরিক মঞ্চের সদস্যরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার জল ধরো জল ভরো কথা বলছেন, জলাশয়কে রক্ষা করার বার্তা দিচ্ছেন, এরই মাঝে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের পানাগড় শিল্পতালুকের পাশে দিনে দুপুরে জলাশয় বুজিয়ে দেওয়ার অভিযোগ ওঠায় কার্যত দিশেহারা স্থানীয় বাসিন্দারা। প্রশ্ন উঠেছে, কোন রহস্যময় কারণে নীরব দর্শকের ভূমিকাতে পুলিশ প্রশাসন ?